আগমেশ্বরী কালী মাতা পূজা প্রাঙ্গণে বসছে ছটি স্যানিটাইজার টানেল গেট

Social

মলয় দে, নদীয়া: নদীয়া জেলার শান্তিপুরের কয়েকশো বছরের প্রাচীন কালী পূজার প্রস্তুতি চলছে। শান্তিপুর আগমেশ্বরী কালী মন্দির চত্বরে কালী পূজার প্রস্তুতি চলছে জোর কদমে। শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে মন্দির চত্বরে বসানো হবে ছটি স্যানিটাইজার টানেল গেট এবং তারই দায়ভার দেওয়া হয়েছে শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চকে।কালী মাতা আগমেশ্বরীর এই পুজো ঘিরে প্রায় কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে এই মন্দির চত্বরে। যদিও এবারের পুজোতে একাধিক নিয়ম রাখা হয়েছে ভক্তদের উদ্দেশ্যে।

পুজো কমিটি সূত্রে জানা যায় মূল পুজো প্রাঙ্গণের দালানে উঠতে পারবেন না কেউ! সামনের মাঠের মধ্যে প্রবেশের জন্য থাকছে ছটি স্যানিটাইজার টানেল গেট। মাস্ক পরিহিত ছাড়া ভেতরে প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ভেতরে ভীড় জমতে না দেওয়ার জন্য। করোনা মঞ্চের পক্ষ থেকে জানানো হয় তারা গর্বিত মায়েরপুজো তে আগত দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি খেয়াল রাখার দায়িত্ব পেয়ে।

Leave a Reply