টোটোর চাকা বাস্ট হয়ে টোটো উল্টে আহত মা ও ৮ মাসের এক শিশু পুত্র

Social

দেবু সিংহ,মালদা: টোটোর চাকা বাস্ট হয়ে টোটো উল্টে আহত মা ও ৮ মাসের এক শিশু পুত্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী এলাকায়। পরিবার সূত্রে জানা যায় আহত মায়ের নাম রিংকি টুডু বয়স( ২৭) তার ৮ মাসের শিশুপুত্রের নাম জয় হাঁসদা । তাদের বাড়ি পুরাতন মালদা থানার শনিবাড়ি হাট এলাকায় । এদিন সকালে ৮ মাসের শিশুকে নিয়ে টোটো করে মা মঙ্গলবাড়ী এলাকায় ডাক্তার দেখাতে আসছিলেন। আসার পথে মঙ্গলবাড়ী এলাকায় টোটো উল্টে আহত হয় মা ও তার আট মাসের পুত্র। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । বর্তমানে মা ও শিশুর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

Leave a Reply