রান্নাঘরের জালে আটকে থাকা গোখরো সাপ দেখতে ভীড় জনসাধারণের 

Social

মলয় দে, নদীয়া:- নদীয়া শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত গবারচর উত্তর পাড়ায় বাসুদেব বিশ্বাসের বাড়ির রান্নাঘরে চারিদিকে ঘেরা জালে আটকে পড়ে বিরাটাকার গোখরো সাপ। ঘটনাটি ঘটে গতকাল সকাল ছটা নাগাদ! বাসুদেব বাবু ঘুম থেকে উঠেই এ দৃশ্য দেখার পর, সানি ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রাহাকে খবর দেন। এরপর কৃষ্ণ বাবু বনদপ্তর এবং সংবাদকর্মীদের ফোন করেন। বনদপ্তরের নির্দেশে এ কাজে পারদর্শী স্থানীয় অনুপম সাহা এবং তার সহযোগী প্রদ্যুৎ মহলদার ঘটনাস্থলে পৌঁছে প্রায় কুড়ি মিনিট ধরে নাইলনের নেট কেটে উদ্ধার করে এবং তারা জানান কৃষ্ণনগর বনদপ্তর এর হাতে কিছুক্ষণের মধ্যেই তুলে দেওয়া হবে এই সাপটিকে। অন্যদিকে সাপ দেখতে সকাল থেকে ভীড় জমে যায় বাসুদেব বাবুর বাড়িতে। তিনি জানান বসত গৃহের পাশেই চাষের জমি এবং জলা জায়গা থাকায় প্রায়ই বিভিন্ন প্রকার সাপ দেখে থাকি। তাই প্রতিবারের মত এবারেও নিরাপদ আশ্রয় ছেড়ে দেয়ার উদ্দেশ্যে বনদপ্তর এ হাতে তুলে দিলেন।

Leave a Reply