মলয় দে, নদীয়া :- সারা ভারতবর্ষ ব্যাপী নদীয়া জেলার রাস উৎসবের পরিচিতি রয়েছে । তবে জেলার মধ্যে নবদ্বীপ এবং শান্তিপুর সবচেয়ে বেশী হয় এই উৎসব। এইবারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিগ্রহ বাড়ি জনস্বাস্থ্যের কথা ভেবে আড়ম্বরহীন ভাবে পালন করতে চলেছে রাস উৎসব। এর আগে বড় গোস্বামী বাড়ির মতই প্রায় একই পথে হাঁটতে চলেছে পাগলা গোস্বামী বাড়িও এবং কিছু গুরুত্বপূর্ণ বারোয়ারিও এ ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানা যায়।
পাগলা গোস্বামী বাড়ির কেষ্ট রায় , কেশব রায় ও মোহন রায় জিউ এর রাধা কৃষ্ণের যুগল মূর্তিগুলোকে রাস যাত্রা উপলক্ষ্যে প্রতিবারের মত বিশেষ স্বর্ণালংকার এ সুসজ্জিত করা হবে না , রাধা কৃষ্ণের যুগল মূর্তিগুলি সুসজ্জিত থাকবে ইমিটেশন গহনায় । অন্যদিকে ৪০-৪৫ টি ঢাকের পরিবর্তে শুধুমাত্র ৬ টি ঢাক এবং একটি নহবত বাজনার দলকেই বায়না দেওয়া হয়েছে সূত্রের খবর । আবার প্রসাদ বিলি বা ভক্তদের উদ্দেশ্যে ভোগ বিতরণ এর কোনোটাই করা হবে না , অন্যদিকে ভাঙারাসের শোভাযাত্রাটি অতি সংক্ষিপ্ত পথ অতিক্রম করবে বলেই জানালেন পাগলা গোস্বামী বাড়ির সদস্য শ্রী মিলন গোস্বামী মহাশয় ।
তিনি আরো জানান শোভাযাত্রায় থাকছে না রাই রাজা । ভাঙ্গা রাসের দিন সন্ধ্যায় পাগলা গোস্বামী বাড়ির প্রধান দরজা থেকে শ্রী কেষ্ট রায় , শ্রী কেশব রায় এবং শ্রী মোহন রায় বিগ্রহগুলি কুটির পাড়া মোড় হয়ে খাঁ পাড়া স্ট্রিট হয়ে সান্যাল রোড ধরে চলে আসবে পাগলা গোস্বামী বাড়ি । রাস উৎসব সংক্রান্ত পাগলা গোস্বামী বাড়ির মিটিংএ এমনটাই আলোচনা হয়েছে বলে জানালেন পাগলা গোস্বামী পরিবারের সদস্য শ্রী মিলন গোস্বামী মহাশয় ।