সোশ্যাল বার্তা : করোনা সংক্রমণ রুখতে সরকারের পক্ষ থেকে দেশ জুড়ে জারি হয়েছিল লক ডাউন। লক ডাউনে চাষীরা খুব ক্ষতিগ্রস্থ হয়। তবে এবছর আখের চাষ করে ভালো লাভবান হচ্ছেন চাষীরা। নদীয়া জেলার কৃষ্ণনগরের সন্ধ্যা মাঠপাড়ার অনেকে চাষী আখ চাষের সঙ্গে যুক্ত আছেন। এই বছরে আখের চাহিদা বেশ ভালোই বলে জানালেন তাঁরা । শহরাঞ্চল থেকে আখ কিনতে আসা বারাসাতের আমডাঙ্গার ব্যবসায়ী মশিয়ার মন্ডল জানান, এবছরে প্রতিটি আখ ১৫-২০টাকা দরে বিক্রি হচ্ছে। বড় আখের দাম আরও বেশী । শহরে এখনও আখের প্রচুর চাহিদা রয়েছে। তবে লক্ষ্মী পুজোর জন্যই দামটা একটু বেশি পেলেন তাঁরা।