লক্ষ্মী থিমে মাতোয়ারা কৃষ্ণনগর রয়েছে পরিবেশ ভাবনা

Social

প্রীতম ভট্টাচার্য : দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই শুরু লক্ষ্মীপুজো। করোনার প্রকোপে লক্ষ্মীপুজোতে অনেকটাই ঘাটতি। কৃষ্ণনগরে বেশ কিছু পুজো ছোটো করে করলেও শহরে নজর কাড়লো তিনটি বিশেষ পুজো। বিভিন্ন সামাজিক বার্তা দিয়ে শহরের মানুষের কাছে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো তারা। থিম পুজোর দৌড়ে এগিয়ে ছিলো এই শহরের একটি পুজো ক্লাব দ্যা টাইটানিক তার সাথে পাল্লা দিয়ে ক্লাব অলক্ষ্মী ও এবারের আরও একটি নতুন পুজো ক্লাব নবলক্ষ্মী।

সকলের থিম আলাদা হলেও ক্লাব অলক্ষ্মী তাদের ভাবনায় তুলে এনেছে করোনা যোদ্ধাদের সমাজ সেবার কথা, একদিকে পুলিশ থেকে চিকিৎসক এবং সমাজসেবীদের সাথে প্রতিমায় এক সৃষ্টির সারল্য। ক্লাব নবলক্ষ্মীর এবার নতুন পুজো তাদের ভাবনায় তুলে এনেছে এক নান্দনিক শিল্পকলার নিদর্শন। ক্লাব দ্যা টাইটানিকের পুজোর থিম মানবসমাজে লক্ষ্মীর এক আদি অনন্তরুপ।

এই করোনার সময়ে টাইটানিক বিভিন্ন সেবা মূলক কাজ করেছে সাধারন মানুষের পাশে থেকে,রক্তদান থেকে ত্রানবিলি সবসময় মানুষের পাশে থেকেছে নিজেদের সামর্থ্য অনুযায়ী। উদ্যোগ নিয়েছে নদীকে দূষনমুক্ত করতে তারা তাদের প্রতিমা বিসর্জন না দিয়ে পাম্মের সাহায্যে জল দিয়ে প্রতিমা বিসর্জিত করবে।

এহেন নতুন প্রজন্মের এই লক্ষ্মী পুজো শহরের মানুষের কাছে এক দৃষ্টান্ত ও ভালোবাসার জায়গা করে দিয়েছে মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিয়ে।

Leave a Reply