মলয় দে নদীয়া:- অক্টোবরের একত্রিশ ১৯৮৪ .. কি নিদারুণ খবর এলো ভারতবাসীর বেতারে। আজ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধীর ৩৭ তম মৃত্যুবার্ষিকী। সারা দেশ তথা রাজ্যবাসী আজও ব্যথিত সেদিনের তার নিজস্ব দেহরক্ষীর দ্বারা মৃত্যুবরণ করা প্রধানমন্ত্রীর জন্য। বিশেষত কংগ্রেস কর্মীদের মধ্যে আজও চরম উদ্দীপনা দেখা যায়। দেশের তথা রাজ্যের বিভিন্ন স্থানের মতো নদীয়ার শান্তিপুরেও পালিত হলো প্রিয় নেত্রী তথা প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ। জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় করোনা আবহের কথা মাথায় রেখে জমায়েত মিছিলের কর্মসূচি নেওয়া হয়নি। শুধুমাত্র নেতৃত্ব স্থানীয় কিছু ব্যক্তিত্ব ইন্দ্রাগান্ধির আবক্ষ মূর্তির সামনে মাল্যদান পতাকা উত্তোলন এবং স্মৃতিচারণ করা হয়।
শান্তিপুর সুত্রাগড় অঞ্চলে জলের ট্যাংক মোড় এবং ১৫ নম্বর ওয়ার্ডের বৈষ্ণবপাড়া মোড়ে দুটি আবক্ষ মূর্তির পদতলে হাজির হন কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ। যার মধ্যে উল্লেখযোগ্য
আই এন টি ইউ সি নদীয়া জেলা সভাপতি অলক চ্যাটার্জী, শহর কংগ্রেস সভাপতি রাজু পাল, শান্তিপুর বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি প্রণব চ্যাটার্জী, শান্তিপুর শহর যুব কংগ্রেসের সভাপতি শিবেন দাস।