নদীয়া জেলায় ছট পুজো, পালিত সাড়ম্বরে

Social

নিউজ সোশ্যাল বার্তা,২রা নভেম্বর,২০১৯,মলয় দে, নদীয়া:- অন্যান্য পুজোর মতন, ছট পুজোও ক্রমবর্ধমান নদীয়া জেলায়। হবিবপুর বিনপাড়া, রানাঘাট পাক স্টিট, দয়ালপাড়া, শান্তিপুর নরসিংহ পুর চৌধুরীপাড়া, শান্তিপুর শহর গোডাউন পাড়া, কৃষ্ণনগর, পলাশী, বেথুয়াডহরি, নাকাশিপাড়া সহ সর্বত্র মহা আড়ম্বরে পালিত হল ছট পূজা। বস্ত্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সহ জেলাবাসী মাতলেন বিভিন্ন অনুষ্ঠানে।

সূর্য ডোবার আগে, এবং সূর্যাস্তের পরে বাজনা সহযোগে নদী গুলিতে মহিলাদের পুজো দিতে দেখা গেলো, ফল ও অন্যান্য প্রসাদ, পূজার উপকরণ মাথায় কুলোডালা নিয়ে।

Facebook : News Social Barta 24×7