প্লাস্টিক মুক্ত সমাজ ও দূষণমুক্ত বাদকুল্লা গড়ার আহ্বানে উন্মুক্ত

Social

নিউজ সোশ্যাল বার্তা,২রা নভেম্বর,২০১৯: প্লাস্টিক মুক্ত সমাজ ও দূষণমুক্ত বাদকুল্লা গড়ার আহ্বানে আজ বাদকুল্লা বাজারে একটি বিরাট জনসভার আয়োজন করে সেচ্ছাসেবী সংগঠন উন্মুক্ত । উপস্থিত অতিথিবৃন্দ দের উত্তরীয় এবং চারা গাছ দিয়ে বরণ করে নেওয়া হয় । আজকের এই জনসভার মুখ্য বিষয় ছিল প্লাস্টিকের ক্ষতিকারক দিক , কিভাবে প্লাস্টিক মুক্ত বাদকুল্লা গড়ে তোলা যায় ? কিভাবে আমরা প্লাস্টিক বন্ধ করতে পারি ? সর্বোপরি মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্যই ছিল এই জনসভা।

আজকের এই আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট গবেষক, লেখক,সাহিত্যিক, উপস্থিত ছিলেন নদীয়ার বিজ্ঞান মঞ্চের সদস্য সহ নদীয়ার পরিবেশ মঞ্চের সদস্যরা এবং উপস্থিত ছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । বিশিষ্ট ব্যক্তিবর্গরা পরিবেশকে রক্ষা করতে সাধারণ মানুষের ভূমিকা কি সে বিষয়ে আলোকপাত করেন ।

খুদে বাচ্চারাও আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করে। পরিবেশ সম্পর্কে সুন্দর একটি আলোচনা বাদকুল্লাতে অনুষ্ঠিত হাওয়ায় বাদকুল্লার পরিবেশ প্রেমী মানুষজন খুবই আনন্দিত । প্লাস্টিক বর্জনে এলাকাবাসী কতটা সহৃদয় হবে সেটাই এখন দেখার বিষয় ।

Facebook Page: News Social Barta 24×7