নিউজ সোশ্যাল বার্তা,৩রা নভেম্বর,২০১৯ : কৃষ্ণনগর গ্লোবাল কলেজের ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং এর ছাত্র পার্থ বিশ্বাসের দুটি কিডনি ৯০ শতাংশ অক্ষমতা ধরা পড়ে কয়েক মাস আগে , কিন্তু তাঁর পারিবারিক আর্থিক অবস্থা ভালো না হওয়াই পাশে এগিয়ে আসে পার্থর মেসের বন্ধুরা। চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে দিন রাত এক করে এককালীন মোট ১.৫ লক্ষ টাকা বন্ধুর পরিবারের হাতে তুলে দেয় । কিন্তু পার্থ বিশ্বাস তার বন্ধুদের ফাঁকি দিয়ে গত ২২ শে অক্টোবর শক্তিনগর হাসপাতাল থেকে কল্যাণী যেতে রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার গ্রামের বাড়ি ভীমপুর এ চলছে আজ শ্রাদ্ধানুষ্ঠান ।
তাই বন্ধুর স্মৃতিতে গতকাল কৃষ্ণনগরে মোট ১০০ গরিব অনাথ দুঃস্থ মানুষকে অন্ন , জল, ওষুধ দান করে। প্রথমে দিশারী নামে একটি অনাথ আশ্রমে ৫০ জন অনাথ শিশুদের ও রাতে কৃষ্ণনগর রেল স্টেশনে প্রায় ৫০ জন অসহায় ও দুঃস্থকে অন্ন, জল ও ঔষধ বিতরণ করেন ।বন্ধুদের অন্যতম মিরাজুল সেখ বলেন, “আমাদের বন্ধু পার্থর স্মৃতিতে আমরা প্রতি বছর ২রা নভেম্বর এই ভাবেই কিছু অসহায় মানুষের পাশে এসে দাঁড়াব।” আবার সুদীপ্ত বলেন”আমরা পার্থর স্মৃতিতে আরও কিছু মানুষকে নিয়ে ‘শেষ আশা (LAST HOPE) নাম নিয়ে আগামী দিনে আমরা এগিয়ে যাবো সাধারণ মানুষের সহযোগিতার জন্য ।
এছাড়া রিজু , প্রতীক ও অন্যান্য সকল বন্ধুরা এবং মেসের মালিক বলেন পার্থ যেখানেই থাকে ভালো থাকে , ওর আত্মার শান্তি কামনা করি।
Facebook Page: News Social Barta 24×7