সোশ্যাল বার্তা : সারা দেশজুড়ে চলছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ রুখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে । বতর্মানে চলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । বতর্মান এই কঠিন পরিস্থিতিতেও সাধারণ মানুষের ভীড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ।
এই পরিস্থিতিতে দুর্গাপুজোতে করোনা সতর্কতায় অভিনব উদ্যোগ গ্রহণ করল নদীয়া জেলার কৃষ্ণনগরের স্টেশন সংলগ্ন স্বপ্নপুরী আবাসনের পুজো কমিটি। করোনা সতর্কীকরণ হিসেবে পুজো মন্ডপে বাইরের লোক ঢোকা নিষেধ। প্রতিবছর এই দিনে আবাসনের সদস্যবৃন্দ একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেন কিন্তু এই বছরে সব বন্ধ রাখা হয়েছে। এমনকি অষ্টমী পুজোর ভোগও পৌঁছে দেওয়া হচ্ছে আবাসিকদের ঘরে ঘরে।
আবাসনের পক্ষ থেকে সোমা বিশ্বাস ,তনুজা প্রামানিকের জানান করোনা সংক্রমণ রুখতে এই পদক্ষেপ।