দেবু সিংহ,মালদা: খেলা করার সময় হাইড্রেনে পড়ে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গেল ছয় বছরের এক শিশু কন্যা। রবিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মানিকচক থানার শ্যামপুর এলাকায়। সন্ধ্যা পর্যন্ত ওই শিশুর খোঁজ চালিয়েও কোনো সন্ধান পায় নি মালিকচক থানার পুলিশ। অবশেষে শিশুকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে দুর্যোগ মোকাবিলা দপ্তরের একটি দল। কিভাবে ওই শিশুটি হাইড্রেনের মধ্যে পড়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল কিছু বুঝতে পারছে না পরিবারের লোকেরা। যদিও হাইড্রেনের ঢাকনা খোলা থাকার কারণেই এই বিপত্তি ঘটেছে বলে অভিযোগ নিখোঁজ শিশুর পরিবারের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ শিশুর নাম সিদ্দিকা খাতুন । তার বয়স ৬ বছর। স্থানীয় একটি নার্সারি স্কুলে পাঠরত রয়েছে ওই শিশুটি। এদিন বিকালে আরো কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির থেকে সামান্য দূরেই রাস্তার ধারে হাইড্রেনের পাশে খেলা করছিল। সেই সময় ওই হাইডেনের পাশে একটি কলে স্নান করতে গিয়েই বেগতিক হয়ে পড়ে যায় ওই শিশুটি । এরপরে অদ্ভুত ভাবে নিখোঁজ হয়ে যায় ওই শিশুটি।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, হাইড্রেনটি বড় হলেও শিশুটি পড়ে কোথায় উধাও হয়ে গেল কিছুই বুঝে ওঠা যাচ্ছে না। হাইড্রেনটি দীর্ঘদিন ধরেই সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ হয়নি তাই নোংরা কাদায় আটকিয়ে যেতে পারে ওই শিশুটি।