নদীয়ায় চিকিৎসক রুপি মা দুর্গা শিল্পীর শিল্প ভাবনায়

Social

সোশ্যাল বার্তা :সারাদেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ । করোনা সংক্রমণ রুখতে সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বতর্মানে শুরু হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । বতর্মানের কঠিন সময়ে মানুষের মধ্যে সচেতনতা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তাই মানুষকে সচেতন করতে নতুন এক শিল্প ভাবনা তুলে ধরলেন মৃৎশিল্পী ।

নদীয়া জেলার কৃষ্ণনগর মৃৎ শিল্পের জন্য বিখ্যাত । কৃষ্ণনগরের পৌরসভার ‍রথতলার মৃৎশিল্পী সঞ্জয় পাল চিকিৎসক রুপি মা দূর্গা তৈরি করে নজর কাড়লেন। দেবীর গায়ে পরানো রয়েছে অ্যাপ্রোন। মা দুর্গার বিভিন্ন হাতে চিরাচরিত অস্ত্রশস্ত্রের পরিবর্তে রয়েছে, মাস্ক পরা, বাড়িতে থাকা,হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার , সোশ্যাল ডিসটেন্স মেনে চলার বার্তা। অসুর বধ করার ত্রিশূল হিসাবে ব্যবহার করা হয়েছে সিরিঞ্জ ।

শিল্পী জানান মানুষের মধ্যে করোনা সচেতনতা বাড়াতে ও করোনা থেকে বাঁচাতে পারে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসপত্র মা দুর্গার হাত বা পরনে ব্যবহার করা হয়েছে। এই সমস্ত জিনিসের মাধ্যমে মা দুর্গা করোনাসুর বধ করবেন তাই এই ভাবনা ।

Leave a Reply