নবমীর দিনেও গাছের পরিচর্যা ও বেড়া দিল স্বেচ্ছাসেবী সংগঠন

Social

সোশ্যাল বার্তা : চলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সবাই উৎসবে মেতে রয়েছেন উৎসবে। রবিবার মহানবমীর দিনে নদীয়া জেলার কৃষ্ণনগর ১নং ব্লকের কৃষ্ণনগর-বগুলা রুটের কালীনগরে সড়কের ধারে গাছ পরিচর্যা ও গাছের চারিধারে বেড়া দিতে দেখা গেল কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐকতান এর সদস্যদের ।

সংগঠনের সদস্য জীবানন্দ বিশ্বাস জানান গত ১৯শে জুলাই গাছের চারা লাগানো হয়েছিল । বতর্মানে গাছগুলি একটু বড় হয়েছে তাই গাছের গোড়ায় সার ও গাছের চারিদিকে ঘেরা হলো। তবে এই কাজ চলবে বলে জানালেন সংস্থাটির সভাপতি অরিন্দম দেব। উৎসবের দিনেও এমন প্রয়াস সত্যি প্রশংসার করেন পথচলতি সাধারণ মানুষ ।

ভূত পাড়ার বাসিন্দা শিক্ষক বিদ্যুৎ সরদার বলেন বেশিরভাগ মানুষ নিজেদের নিয়ে ব্যস্ত রয়েছেন এর মধ্যেও এই সংস্থাটি বিভিন্ন রকম সেবামূলক কাজের সঙ্গে যুক্ত, সদস্যদের শুভেচ্ছা জানাই ।

Leave a Reply