অঞ্জন শুকুল, নদীয়া: ধুনো ও বুকের রক্ত দিয়ে শুরু হয় সন্ধি পুজো। কৃষ্ণগঞ্জ এর মাজদিয়া তালদহ উত্তর পাড়া গ্রাম বারোয়ারি দুর্গা পুজো এবার ৪০০ বছর পড়লো। কথিত আছে এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয় । এখানকার মা জাগ্রত তাই এলাকাবাসী সন্ধি পূজায় সকলে হাজির হয় পূজা মণ্ডপে।
সন্ধি পুজো শুরু হয় যারা মানত করেন তাদের মাথার উপরে সরা বসিয়ে, আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের উপরে দেওয়া হয় ধুনোর ছটা। ধুনোর আগুন যত উপরে উঠে ভগবান তুষ্ট হন। এই বিশ্বাস নিয়ে আজও লোকেরা পুজো দেন।
পাশাপাশি বুক চিরে রক্ত দেওয়া হয়। এমন ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। গ্রামের কোনো পরিবারে পুজোর দিনে রান্না চড়বে না। প্রত্যেকের নামে ভোগ তৈরি হবে নির্দিষ্ট হাড়িতে এবং বিলি করা হবে। ৪০০ বছরের প্রথা মেনে চলছে এই পুজো। যে সমস্ত মানতকারি বুকচিরে রক্ত দেন তাদের রক্ত বেলপাতা করে মায়ের পায়ে পূজা দেওয়া হলো। কথায় বলে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু দূর, এমনি ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম আমরা।