মলয় দে নদীয়া :-১৯৬৬ সালে খাদ্য আন্দোলনে র শহীদদের স্মরণে আজ ৩১ শে আগস্ট ২২ দুপুরে CPIML- ও সারা ভারত কিষাণ মহাসভার পক্ষ থেকে নদীয়ার জেলার কৃষ্ণনগরে র পোস্ট আফিস মোড়ে আনন্দ হাইতের শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।
এদিন এর অনুষ্ঠানে পঠিত ছিলেনসি পি আই এম এল এর কেন্দ্রীয় কমিটির সদস্য কার্তিক পাল , AICCTU র রাজ্য সম্পাদক বাসুদেব বোস ও aikm এর নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক ও APDR এর নেতা তাপস চক্রবর্তী ।
এই শহীদ স্বরণ অনুষ্ঠানে বিভিন্ন বক্তা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন, এবং বলেন কিষাণ মহাসভার সম্মেলন সফল করার জন্য যখন মানুষের সঙ্গে কাজ করে রাত্রে বাড়ি জয়ামাদের পার্টির রাজ্য কমিটির নেতা জীবন কবিরাজ সেই সময় মমতার পুলিশ সেই রাত্রে তাকে থানায় ডেকে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে এবং তাকে কোর্টে পেশ করলে কোর্ট জীবন কবিরাজ কে জামিনে মুক্তি দেয়।এই মমতার সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল সিঙ্গুর ,নন্দীগ্রাম আন্দোলনের সময় যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে সেগুলি প্রত্যাহার করে নেওয়া হবে।
কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে থাকা মিথ্যা মামলায় গ্রেপ্তার করা শুরু করেছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন মানুষকে নিয়ে আরো জোরদার করে তুলতে আহ্বান জানান।