মলয় দে, নদীয়া:- আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা হয়েছিলো গত ১৭ ই জানুয়ারি, শান্তিপুর পাবলিক লাইব্রেরীতে পুষ্প প্রদর্শনী । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানাঘাটের বিধায়ক শঙ্কর সিংহ , নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী তনিমা সেন প্রমুখ ।
উক্ত অনুষ্ঠানের প্রারম্ভেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সহিনি মুখার্জি, এরপরই উত্তরীয় দ্বারা অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উক্ত অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে । উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম কারিগর , পৌর প্রশাসক অজয় দে , নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু এবং প্রধান অতিথি তনিমা সেনকে বক্তব্য উপস্থাপন করতে দেখা গেছে ।
মেলায় দেখা গেছে গাঁদা , পমপম , ডালিয়া , চন্দ্র মল্লিকা থেকে শুরু করে অভিনব পুষ্পের সমারোহ । ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত প্রত্যেক দিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২০তারিখ অর্থাৎ শেষ দিন শান্তিপুরের বিভিন্ন ক্লাবগুলোকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয় উক্ত মঞ্চ থেকে ।
তবে মঞ্চে উপবিষ্ট প্রত্যেককেই দেখা গেছে মাস্ক ব্যাবহার করতে , অন্যদিকে শান্তিপুর পাবলিক লাইব্রেরির ময়দানে সাধারণ মানুষের মধ্যে মাস্ক এর ব্যাবহার তেমন ভাবে নজরে আসেনি ; যদিও অন্যান্য বারের তুলনায় এবছর প্রথম দিনের পুষ্প মেলায় মানুষের উপস্থিতির হার যেনো একটু কম — এমনটাই আমাদের নজরে এসেছে । এর জন্য অনেকে অত্যাধিক ঠাণ্ডা কে দায়ী করেছেন , আবার অনেকে জন সমাগম কে এড়িয়ে চলছেন বলেই অনুমান অনেকের। গতকাল বেশ কিছু ক্লাবকে ক্রীড়া সরঞ্জাম প্রদান করা হয় পৌরসভার পক্ষ থেকে।