মলয় দে, নদীয়া :- নদীয়া জেলার শান্তিপুরের নব্য সামাজিক সংস্থা “স্বপ্নের ” পক্ষ থেকে বিভিন্ন বারোয়ারীর ঢাকীদের ধুতি বিতরন করা হয় । স্বপ্নের সম্পাদক পার্থ প্রামানিক জানান লক ডাউনে ঢাকীদের অবস্থা খুবই করুন ৷ তাই তাঁদের একটি করে নতুন ধুতি উপহার দিয়েছেন তাঁরা ৷
শান্তিপুরের শ্যামবাজার বারোয়ারীতে বর্দ্ধমান থেকে ঢাক বাজাতে আসা দুই ঢাকী নতুন ধুতি পেয়ে খুশি হয়ে উদ্যোক্তাদের ধন্যবাদ জানয়েছেন ৷