গ্রাম থেকে শহরে হাজির ঢাকিরা ,চাহিদা কম তবুও আশায় বুক বাঁধছেন ঢাকিরা

Social

সোশ্যাল বার্তা : নদীয়া জেলার কৃষ্ণনগরের পোস্ট অফিসের মোড়ে জেলার বিভিন্ন প্রান্ত পলাশী ,তেহট্ট থেকে গতকাল হাজির হয়েছিলেন ঢাকিরা। প্রতিবছর এই পঞ্চমীর দিনে দুর্গা পুজো উপলক্ষ্যে সকাল থেকেই পুজো উদ্যোক্তারা তাদের বায়না করে নিয়ে যান বিভিন্ন মণ্ডপে কিন্তু এবছরে ঢাকের চাহিদা কম বলে জানালেন তেহট্ট থেকে আসা লক্ষণ দাস । তিনি জানান পুজোর সংখ্যা একটু কম তবে বায়না হবে সে বিশ্বাস তার রয়েছে।

পলাশীর হারান দাস সঙ্গে তার ১০ বছরের ছেলেকে নিয়ে এসেছেন কাঁসর বাজানোর জন্য । তিনি জানান করোনা প্রভাব ফেলেছে । অন্যান্যবারের তুলনায় চাহিদা কম রয়েছে কিন্তু বেশি গাড়ি ভাড়া দিয়ে আসতে হল ট্রেন তো বন্ধ । পুজোতে এদের কদর থাকলেও এই বছরে একটু ভাঁটা ।

Leave a Reply