মলয় দে, নদীয়া:-পবিত্র ঈদের দিনে ছেলের হাতে বাবা খুন। খোকন মন্ডল (৫৫), ঘটনাটি নদীয়া জেলার হরিণঘাটা থানার ৭ নম্বর ওয়ার্ডের দৌলতপুর। অভিযুক্ত বড় ছেলে ইমান আলী মন্ডল পলাতক।
সূত্রের মাধ্যমে জানা যায়, বাবা ও ছেলের মধ্যে মাঝে মাঝে ঝামেলা লেগে থাকত আজ সকালেও তাদের মধ্যে ঝামেলা চরমে ওঠে এরপর ঘরে থাকা অবস্থায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এরপর পালিয়ে যায় ছেলে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।