পুজোর থিম বিশে বিষ ২০২০, করোনাসুর বধ

Social

অঞ্জন শুকুল, নদীয়া: নদীয়ার কৃষ্ণগঞ্জ এর মাজদিয়া নঘাটা পূর্ব পাড়া গ্রাম বারোয়ারি এবার দুর্গা পূজো ১৩ তম বর্ষে পড়ল। প্রতিবছর সীমান্ত লাগোয়া গ্রামে থিমের পূজা করে থাকে এই সংস্থা। সমসাময়িক ঘটনা কে তুলে ধরার চেষ্টা করে । নতুন নতুন ভাবনা মানব সমাজে তুলে ধরে সকলের মন জয় করে। এর ফলশ্রুতি হিসেবে প্রতিবছর নিজেদের ঝুলিতে ভর্তি হয় পুরস্কারে।

বিশ্ব বাংলা, কৃষ্ণগঞ্জ প্রশাসন, পঞ্চায়েতে সমিতি বিভিন্ন টিভি চ্যানেল থেকে জেলার শিরোপা ছিনিয়ে নেয় প্রতিবছর। এবছর করোনা ভাইরেসের জন্য পূজা বন্ধ হবার উপক্রম ছিল। মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করার ঘোষণা করতেই সংস্থার সদস্য ও সদস্যরা ঝাঁপিয়ে পড়লেন থিমের পুজো করার জন্য।

মাত্র ১৪ দিনের মধ্যে দিন রাত পরিশ্রম করে তৈরি করে ফেললেন সারা ভারতের ঘটে যাওয়া ঘটনা। সরকারী নির্দেশ মেনে দুই বিঘা জমির উপর তৈরি করে ফেলেছেন সমসাময়িক ঘটনার বাস্তব ছবি। খোলা আকাশ, পুজোমণ্ডপের ভিতরেও খোলা আকাশ, সামাজিক দূরত্ব বিধি, আসামের বন্যা, লকডাউনে টানা ব্যাগে শিশুকে বসিয়ে মায়ের হেটে যাওয়া করুন দৃশ্য,আমফান ঝড়ের তান্ডব, চীনের সেনার সাথে ভারতীয় সেনার মুখোমুখি লড়াইয়ের দৃশ্য, এমনি করোনা পরিস্থিতিতে ভয়াবহতা , কোয়ারেন্টেন সেন্টার ও সাধারণ মানুষের জীবনের লড়াই করে বেঁচে থাকার উপায় এ রকম দৃশ্য যেমন ঠাই পেয়েছে থিমে তেমনি বিপদের মুখে সরকারি সাহায্য পাচ্ছে সে রকম দৃশ্যও ঠাই পেয়েছে এই থিমের মধ্যে। এছাড়াও অন্যান্য ঘটনাও ঠাই পেয়েছে এই থিমের মধ্যে। তাই ক্লাবের সম্পাদক তিতাস বিশ্বাস দাবি করেছেন এই বছরটি সকলের কাছে অতি ভয়াবহ তাই তাদের থিমের নাম দিয়েছে বিশে বিষ ২০২০। এবছরও জেলার সমস্ত পুজোকে হারিয়ে শ্রেষ্ঠ শিরোপা অর্জন করবে তাদের এই পূজা মণ্ডপ ,এটাই তাদের আশা।

Leave a Reply