দেবু সিংহ,মালদা: পরিবারের সাথে কেরালায় কাজে যাওয়ার পথে ট্রেন থেকে নিখোঁজ ১৬ বছরের কিশোর। পাঁচ দিন ধরে মালদা টাউন স্টেশনে কিশোরের অপেক্ষায় বসে রয়েছেন পরিবারের সদস্যরা। মালদা জিআরপি থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করেছে। পুলিশের পক্ষ থেকেও শুরু হয়েছে তৎপরতা। মালদা টাউন স্টেশনের বিভিন্ন প্রান্তে ছবি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ কিশোরের নাম মনিরুদ্দিন(১৬)। বাড়ি আসামের নওগাঁও জেলার কলিয়াবর থানা এলাকায়।জানা গিয়েছে দিদি নাজিমা খাতুন ও জামাইবাবু রফিকুল ইসলামের পরিবারের সাথে কেরালায় কাজে যাচ্ছিল। গত ৯ অক্টোবর আসামের হোজাই স্টেশন থেকে কন্যাকুমারী এক্সপ্রেস ট্রেনে ওঠে।
১০ অক্টোবর মালদা টাউন স্টেশনে পৌঁছায় ট্রেনটি। পরিবারে মোট পাঁচ জন সদস্য ছিল। মালদা টাউন স্টেশনে একসঙ্গে সকলেই খাওয়া দাওয়া করে। ট্রেন ছাড়ার আগের মুহূর্তে লাজিমা খাতুন লক্ষ্য করেন তার ভাই ট্রেনে নেই। তারপর থেকে শুরু করে খোঁজা খুঁজি। ভাইকে ট্রেনে খুঁজে না পেয়ে মালদা টাউন স্টেশনে নেমে পড়ে। খোঁজ করে তারপরও খোঁজ না মেলায় মালদা জিআরপি থানায় লিখিত অভিযোগ করে। ৫ দিন কেটে গেল এখনো ভাইয়ের কোন খোঁজ মেলেনি। তাই পরিবারের সকলকে নিয়ে মালদা টাউন স্টেশনেই বসে রয়েছে সকলে। নাজিমা খাতুন বলেন, আমার ভাই একা কোথাও যেতে পারবে না কারণ ওর কাছে টাকা পয়সা নেই। আমাদের প্রাথমিক ধারণা আমার ভাইকে কেউ অপহরণ করে কোথাও নিয়ে চলে গিয়েছে