দুর্গাপুজোর আগে শান্তিপুর স্টেশন বস্ত্র হাটে মাস্ক ছাড়াই ভিড় জমানো ক্রেতারা স্বাস্থ্যবিধি শিকেয়

Social

মলয় দে, নদীয়া:- কিছুদিন আগে পর্যন্তও পুজো সম্পর্কিত বিষয় অনিশ্চয়তায় ছিলেন সকলে। “পুজো হচ্ছে তবে জামায়েত এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে ” কথাটিও এখন প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, অর্থাৎ মোট সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮হাজারের উপরে। শান্তিপুরে গতকাল ৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসলেও কিছুদিন আগেই একদিনে ৩৩ জনের, তারও কিছুদিন আগে ২১জনের এভাবেই সংখ্যাটা বৃদ্ধি হয় ৭৪৮ জনে দাঁড়িয়েছে মোট। অথচ এখনও ব্যাংকের সামনে, বাজারে, হাটে মাস্কবিহীন ভাবে তিন-চারজন মিলে মার্কেটিং করার প্রবণতা কমেনি এতটুকু! ব্যবসায় মুনাফার জন্য মনোনিবেশ করেছেন ছোট হাট ব্যবসায়ী থেকে শুরু করে ব্যাঙ্ক ম্যানেজার পর্যন্ত! অথচ প্রথমের দিকে প্রত্যেকেই সহমত হয়েছিলেন, মাস্ক স্যানিটাইজারের বিষয়ে নজর দিয়ে তবেই ব্যবসা। এই রকমই বিপুল জনসমাবেশ দেখা গেল শান্তিপুর স্টেশন বস্ত্র হাটে। গোডাউনের মাঠের দিকে রাস্তা বন্ধ থাকায় একটিমাত্র রাস্তা দিয়ে হাটে প্রবেশ ও বাহির হওয়ার জন্য দীর্ঘক্ষন জ্যাম হয়ে যায় রাস্তা। অবশেষে শান্তিপুর থানার প্রশাসন এসে বিষয়টি আয়ত্তে আনে। কিন্তু মাস্কবিহীন আইন বলবৎ হতে দেখা যাচ্ছে না কিছুতেই! সরকার হোক বা প্রশাসন হেলদোল নেই কারোরই। সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিয়ে অতি বড় সমাজসেবীও ক্যামেরা দেখলে লুকাচ্ছেন মুখ! সমাজের বিশিষ্টজনেরা পালাচ্ছেন অন্য পথ দিয়ে! এইরকমই বিভিন্ন চরিত্র ধরা পড়ল!

যারা ফাঁকি দিয়ে নিজেদের বুদ্ধিমান ভাবছেন! একবারও কি ভেবেছেন পরিবার , স্বজন নিয়ে গোষ্ঠী সংক্রমণ এর কথা? প্রশ্ন উঠছে স্বাস্থ্যবিধি মেনে এখনো বেশিরভাগ সময় নিজেকে গৃহবন্দি করে রাখা, অনেক ত্যাগ স্বীকার করা বেশ কিছু মানুষের।

Leave a Reply