মলয় দে নদীয়া : তারা যখন অসুস্থ হয়েছিলো, মানবিকভাবে হয়তো তাদের পাশে দাঁড়াতে পারেননি অনেক নিকটাত্মীয়সহ প্রতিবেশীরা। অথচ তারাই চিকিৎসার জন্য বেনোজির দৃষ্টান্ত স্থাপন করলেন গতকাল রক্তদানের মাধ্যমে। করোনা যুদ্ধে জয়ী এমনই জন ১৫ জন ব্যক্তি এগিয়ে এলেন রক্ত দিতে । তাদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক হরসীমরান সিং রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার শ্যামল কুমার পরে ও প্রশাসনের কর্মকর্তাগন সহ রানাঘাট পৌর সাস্থ্য বিভাগের উর্ধতন আধিকারিক ।
এই দিন রক্ত দানের পর তাদের হাতে প্রসংসা পত্র তুলে দেন মহকুমা শাসক ,হাসপাতালের সুপার । রানাঘাটের পৌরসাস্থ্য বিভাগের কর্মীরা এমন মহৎ রক্তদান করার পরিকল্পনা করেন রানাঘাট মহকুমা হাসপাতালে সেই মতন এই দিন রক্তদান করলেন করোনা জয়ীরা ।