মলয় দে নদীয়া :-যে হারে কোভিড ১৯ সংক্রমণ বাড়ছে দেশ,রাজ্য সহ নদীয়া জেলায় সাধারণ মানুষ থেকে সাংবাদিক,পুলিশ,ডাক্তার নার্স সহ সেচ্ছাসেবী সংগঠন রাস্তায় নেমে কাজ করছেন তারাই আজ বেশী করে সংক্রমণ হচ্ছেন।
সবাই কে সুস্থ রাখার জন্য চাকদহ করোনা ভলেন্টির্য়াসের কর্ণধার সৌমিত্র ভট্টাচার্যের পুরো সদস্যরা চাকদহ জগন্নাথ মন্দির টা কে স্যানিটাইজ করা হয়।
তারা দিবারাত্র মানুষের জন্য পরিশ্রম করছেন তাই চাকদহ করোনা ভলেন্টিয়ার্সরা গতকাল স্যানিটাইজ করে চাকদহ জগন্নাথ মন্দিরকে জীবাণুমুক্ত করলেন। আবারও স্বাচ্ছন্দে ভক্তদের আগমন ঘটবে এমনটাই আশা করেন মন্দির কমিটি। তবে সাপ্তাহিক লকডাউন আগামীতে স্বাভাবিক হয়ে গেলেও সপ্তাহে একদিন না সম্ভব হলেও মাসে অন্তত একদিন করে এই ভাবে সানিটাইজ করা হবে বলে জানান মন্দির কমিটির পক্ষ থেকে।