মলয় দে, নদীয়া: রানাঘাট দেচৌধুরী পাড়ার আথেলেটিক্স ক্লাবের পুজো এই বছর ৭২ তম বর্ষে পড়লো শুক্রবার দুপুরে প্রথা মেনে ঢাক বাজিয়ে মৃৎ শিল্পী দেবীর চক্ষু দান করলেন বিশ্ব খ্যাত নাদিয়ার কৃষ্ণনগরের মৃৎ শিল্পী চঞ্চল পাল তিনি চোখ আঁখলেন দেবী দুর্গার তিনি কৃষ্ণনগরের জগধারত্রি বুড়িমার চোখ আঁখেন তিনি এই বছর দেবীদুর্গার চোখ আঁকলেন ।এই দিন দেবীর চোখ দান হয়েগেলে দেবীর সাজসজ্জা করা হবে ।রানাঘাট দেচৌধুরী পাড়ার আথেলেটিক্স ক্লাবের দুর্গা পুজো রানাঘাট ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাড়া ফেলে দিয়েছে এই বিষয়ে সন্দেহ নেই ।