মলয় দে নদীয়া :- দেশীয় কোনো রীতি না থাকলেও, এ প্রজন্ম বিদেশী রীতি নীতি কেও আপন করেছে ভালোবাসার স্বার্থে।
ভ্যালেন্টাইনস সপ্তাহ ৭ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইনস সপ্তাহ।। সবথেকে প্রথমে দিনটি ছিলো রোজ ডে। এরপর ৮ ই ফেব্রুয়ারি প্রপোজ ডে, ৯ই ফেব্রুয়ারি চকোলেট ডে,১০ ই ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ই ফেব্রুয়ারি প্রমিস ডে, ১২ ই ফেব্রুয়ারি হাগ ডে, ১৩ই ফেব্রুয়ারি কিস ডে, আর সবশেষে ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে হিসাবে পালন করা হয়।
তবে দিবস যাই হোক! ভালোবাসার অন্যতম প্রতীক ফুল। যার মধ্যে গোলাপ অন্যতম। লাল, গোলাপি, হলুদ, সাদা , কালো, নীল নানান রঙের গোলাপ নাকি নানান ধরনের শুভকামনার প্রতীক। আর তাই জোগাড় করতে, হিমশিম খাচ্ছেন ফুল ব্যবসায়ীরা। তারা বলেন, ফুল তো আর সংরক্ষিত হয় না! তাই চাষের উপরেই নির্ভর করতে হয়। কৃষকরা জানাচ্ছেন, তাদের হাতেও নেই বিষয়টি। প্রকৃতির উপর নির্ভর করে, তবে সকলের যদি একসাথে প্রয়োজন হয়, তাহলে একটু আধটু দাম তো বাড়বেই। এবছর বৃষ্টি না হওয়ার কারণে এবং কীটনাশক সার ঔষধের মূল্যবৃদ্ধি ফলে , যোগান কমেছে অনেকটাই, অন্যদিকে যত দিন যাচ্ছে তত বাড়ছে চাহিদা। চাষ থেকে শুরু করে বাজারে পৌঁছানো, অত্যন্ত যত্নশীল ভাবে রক্ষা করতে হয় এই ফুল। তাই খরচ বৃদ্ধি হয় যথেষ্ট।
তা বলে সাধারণ লাল রঙের প্রতি গোলাপ ২৫ টাকা! ভালোবাসার কাঙালরা অবশ্য, তাতেও পিছপা নন। প্রিয় মানুষটিকে, সেরা উপহার তুলে দেওয়াই তাদের লক্ষ্য।
বিক্রেতারা জানাচ্ছেন, যেমন চাহিদা বাড়ছে সেইরকমই বাড়ছে উৎপাদনও। যোগান দিতে বাজারে এসেছে বাঙ্গালোর গোলাপ। আকৃতিতে বড় এবং বিভিন্ন রঙের চাহিদা বেশি হলেও একটু দাম বেশি পড়ে, তবে দেশীয় গোলাপের বাজার একই রকম। এই সপ্তাহে দোকান খোলা রাখতে হচ্ছে প্রায় সারাদিন।