করোনা পরিস্থিতিতেও বিনামূল্যে স্বাস্থ্য শিবির স্বেচ্ছাসেবী সংগঠনের

Social

সোশ্যাল বার্তা : মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ব্লক এর পদ্মা ঘেঁষা বিভিন্ন গ্রামগুলি বতর্মানে ভাঙ্গনের কবলে । এক দিকে সাধারণ মানুষের জীবনে করোনার প্রভাব অন্যদিকে নদী ভাঙ্গন সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত করে তুলেছে । সেই সমস্ত সাধারণ মানুষের সেবায় এগিয়ে এলো নদীয়ার পলাশীর স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের ফেরিওয়ালা ও ইবিএস এর সদস্যবৃন্দ । সংগঠন দুটির সেবামূলক কর্মকাণ্ডের সাক্ষী হয়ে থাকল সামশেরগঞ্জবাসী ধনগড় গ্রামের বাসিন্দারা।

গতকাল সংগঠনের সদস্যবৃন্দ ৩ জন ডাক্তার সঙ্গে নিয়ে সামসেরগঞ্জে হাজির হন। এদিন ৪৫০ জন রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয় দেওয়া হর ওষুধপত্র ।

সংগঠনের সদস্যবৃন্দ জানান “সাধারণ মানুষের সহযোগীতা এবং সংগঠনের সদস্যদের প্রচেষ্টায় সামসেরগঞ্জের ধনগড়  গ্রামে এত বড়ো একটি নিঃশূল্ক চিকিৎসা কেন্দ্র অত্যন্ত সুন্দর ও সফল ভাবেই শেষ হলো। নিরবিচ্ছিন্ন ভাবে পাশে থাকার জন্য এলাকার জনসাধারণকে ধন্যবাদ জানান ।

সংগঠনের পক্ষে ওসমান গনি খান ও নুরসেলিম শেখ মেডিকেল ক্যাম্পে অংশগ্রহন করা ৩জন চিকিৎসককে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

Leave a Reply