নিউজ সোশ্যাল বার্তা, ২রা নভেম্বর ২০১৯, মলয় দে, নদীয়া:– জনপ্রিয় খেলা কাবাডি কে না জানে! কিন্তু চাক্ষুষ দেখার সৌভাগ্য হয়তো অনেকেরই হয়নি, বিশেষত শহরে বসবাসরত নতুন প্রজন্মের কম্পিউটার ইন্টারনেটে ব্যস্ত থাকা যুব সমাজের।
নদীয়া জেলার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের টেংরিডাঙ্গা গ্রামে সারা রাত্রি ব্যাপী ২০ দলীয় কাবাডি খেলার আয়োজন করা হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয় উইনার্স ২ গ্রাম সোনা, রানার্স ৩ টে গৃহ পালিত ছাগল (খাসি)। এছাড়াও ২০ দলীয় প্রত্যেক টিমের খেলোয়াড় দের একটি করে জার্সি । গ্রামের এই কাবাডি খেলা দেখতে প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ হাজির হন, রাত ৮ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত খোলা আকাশের নিচে। সারা রাত ব্যাপী চলে এই খেলা। নদীয়া জেলার বাইরে থেকেও বাংলার বিভিন্ন জেলা থেকে অংশ গ্রহন করে এই কবাডি প্রতিযোগিতায় ।
স্থানীয় উদ্যোক্তারা বলেন, তারা এই জনপ্রিয় কবাডি খেলা বিগত ১০ বছর ধরে আনুষ্ঠানিক ভাবে করে আসছেন। গ্রামের মানুষ অতি উৎসাহের সাথে সারারাত জেগে খেলা দেখে আনন্দ উপভোগ করেন, তাছাড়াও গ্রামের অলিতে-গলিতে মেলা বসতে দেখা যায়। কমিটির পক্ষ থেকে খেলোয়াড় দের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের আরও বলেন- এই খেলাটি মূলত গ্রামাঞ্চলের কৃষকদের মধ্যে আজও বেঁচে আছে, তাই তারা অনুশীলন করেন সারাদিন কাজের পর অবসর সন্ধ্যায়। অত্যন্ত দারিদ্রতার সঙ্গে লড়াই করা খেলোয়াড় একদিনের কাজ বন্ধ করলে খাবে কি?? খেলোয়াড়দের মধ্যে পঞ্চাশোর্ধ বেশকিছু মানুষকে দেখা যায়, অসাধারণ দম এবং দৈহিক সক্ষমতা না হলে এই খেলায় পারদর্শী হওয়া যায়না। ৭জন বিপক্ষ টিম একজনকে ধরে রাখতে চেষ্টা করে, সুতরাং দৈহিক বল ভীষণভাবে প্রয়োজন এই খেলায়।
Facebook Page: News Social Barta 24×7