নিউজ সোশ্যাল বার্তা, ১লা নভেম্বর ২০১৯, মলয় দে, নদীয়া:- শান্তিপুরের রাস দেখেননি এমন কেউ থাকলেও, শোনেননি এমন টা বোধহয় খুব কম।
আগামী ১১ই নভেম্বর থেকে ১৩ ই নভেম্বর তিনদিনের জন্য ৩৬২ দিনের প্রতীক্ষা শান্তিপুরবাসীর। নবদ্বীপ, কুচবিহার, বাঁকুড়া সহ বাংলায় বিভিন্ন জায়গার মানুষ এখানকার আনন্দ উপভোগ করেন। এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সহ প্রবাসী বাঙালি পরিবারও অনুষ্ঠানে মাতোয়ারা হতে চলে আসেন বেশ কয়েকদিন আগে থেকেই ।
লক্ষাধিক জনসমাগমের ফলে পরিবহন – রেল’ সড়ক’, রাস্তা নিকাশি,দমকল,বিদ্যুৎ ,চিকিৎসা, পানীয় জল, ব্যাঙ্কিং পরিষেবা, সর্বোপরি প্রশাসনিক বিভিন্ন বিষয়ে বাড়তি ব্যবস্থার প্রয়োজন দেখা যায়। দরকার আগাম কিছু পরিকল্পনার, সেই উদ্দেশ্যে গতকাল শান্তিপুর থানার নবনির্মিত রবীন্দ্রনজরুল মঞ্চে গ ৩৭ টি বিগ্রহ বাড়ি, ৭২ টি বারোয়ারি, এবং বেশ কিছু ক্লাবের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। উঠে আসলো নানা সমস্যা ও সমাধানের উপায়।
উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিগণ , মহাকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক , বিধায়ক , পৌর পিতা ,হাসপাতাল সুপার, বিদ্যুৎ ও দমকল দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক বিভিন্ন আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিগন।
Facebook Page: News Social Barta 24×7