দীর্ঘদিন সাধারণ খাওয়ার দেওয়ার পর স্বাদ ফেরাতে খাসির মাংস ভাতের আয়োজন সোনার তরীর

Social

মলয় দে নদীয়া:- আমাদেরই মা বোন ভাইকে ভালো রাখার জন্য ওরা পাড়ি দিয়েছিল বাইরে, নিজেরা না খেয়ে জমানো টাকা সংসারে পাঠিয়ে অন্যদের আহার যুগিয়েছিলো। বতর্মান ওরা স্বাস্থ্য পরীক্ষা করিয়েও বিনা অপরাধে কোয়ারেন্টাইন বন্দী। আর আমরা স্বাধীন।

শান্তিপুর নৃসিংহপুরেরের সোনার তরী’র  খাদ্য ভাণ্ডারে ভাত ডাল সবজি, খিচুড়ি বরাত ভালো হলে জোটের ডিম! কিন্তু খাসির মাংস এতটাই দাম! তা জোগাড় করা দুরহ। কিন্তু পরেন টাইমে থাকার মেয়াদ প্রায় শেষের দিকে, সকল সদস্যদের প্রচেষ্টায় সহৃদয় ব্যক্তি ব্যবসায়ীদের কাছ থেকে জোগাড় করা অর্থে আজ অসাধ্য সাধন হলো ।

৯কেজি খাসির মাংস আর ভাত ৭৬ জন কোয়ারেন্টাইন এ থাকা পরিযায়ী শ্রমিকদের মুখের স্বাদ ফিরিয়ে খুশি সোনার তরী সদস্যরা।

Leave a Reply