সোশ্যাল বার্তা : উৎসবের মরসুমে উৎসবের আগেই এক মহতী উদ্যোগ। অতিমারি করোনা পরিস্থিতিতে এই বিধ্বস্ত পৃথিবীতে অনেক অনেক মানুষ মানবসমাজকে সুস্থ রাখতে সাহসিকতার সঙ্গে লড়াই করছে এই বিষয়ে ব্যতিক্রম নয় পটাশপুর থানা কো-অপারেটিভ রাইসমিল সোসাইটি লিমিটেড। তারা এই সংকটময় পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে সামান্য অংশীদার হিসেবে মানুষের পাশে দাঁড়াতে গতকাল সকাল ১০টা নাগাদ প্রতাপদিঘী রাইস মিলে সরকারি বিধি নিষেধ মেনে রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরের উদ্দোগতাদের উৎসাহ ছিল দেখার মতো। শিবিরে স্বর্গীয় বরেন্দ্রনাথ পাত্র র স্মৃতির উদ্দেশ্যে ৭৫ জন এবং স্বর্গীয় প্রসুন কুমার ত্রিপাটির স্মৃতির উদ্দেশ্যে ৭৫ জন রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড ব্যাংক ও ডেবরা ব্লাড ব্যাংক। ঐ দিন রক্তদাতাদের হাতে সবুজায়নের লক্ষ্যে চারাগাছ ও শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পটাশপুর বিধানসভার বিধায়ক জ্যোতির্ময় কর, পূর্ব মেদিনীপুর জেলার বনভূমি কর্মদক্ষ মৃণাল কান্তি দাস, পটাশপুর দু’নম্বর ব্লকের র সভাপতি চন্দন সাউ, পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন এর ডাইরেক্টর গোলোকেশনন্দ গোস্বামী, সংস্থার ম্যানেজার বরুন নন্দ গোস্বামী । সংস্থার কর্মকর্তা রক্তদাতারা যেভাবে এই করোনা পরিস্থিতিতে এগিয়ে এসেছেন তার জন্য তাদের ধন্যবাদ জানান।