বিজয়ার উৎসব পালনের দিনে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা পৌরসভার কর্মীদের এবং পরিবেশ বন্ধুদের সংবর্ধনা

Social

সোশ্যাল বার্তা: বিজয়ার উৎসব পালন হলো অশোকনগর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে মানিকতলা ভ্যান স্ট্যান্ডে।আয়োজক ছিল ২১ নম্বর ওয়ার্ডের সভাপতি গৌতম দও এর উদ্যোগে এলাকার তৃনমূল কংগ্রেস কর্মীরা।তবে এই দিনের বিজয়ার উৎসব হলে ও একাধিক কর্মসূচি গ্রহন করা হয়।

এলাকার ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা পৌরসভার কর্মীদের এবং পরিবেশ বন্ধু মানুষদের সংবর্ধনা প্রদান করা হয়। সেইসাথে এলাকার পরিস্কার পরিচ্ছন্ন থাকা বাড়ির মানুষের সম্মান জানানো হয়।এমনকি যে মানুষ পৌরসভার জন্য বাড়ি বাড়ি কর সংগ্রহ করেন।সেই ২১ নং ওয়ার্ড এর ট্যাক্স কালেক্টর ব্যক্তিকে সম্বর্ধনা দেওয়া হয়।

আজকের এই অনুষ্ঠানের এলাকার মানুষদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার‌,তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান জয়া দও সহ অন্যান্য পৌর প্রতিনিধি ও ওয়ার্ডের বিশিষ্ট জনেরা।আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে ওয়ার্ড তৃনমূল কংগ্রেস এর সভাপতি তথা সমাজসেবী গৌতম দও বলেন সারা বছর ধরে আমরা এলাকার মানুষদের পাশে থাকি।এই অনুষ্ঠান এর মধ্য দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মেলবন্ধন ও বিজয়া শুভেচ্ছা জানানোর জন্য আজকের আয়োজন।

Leave a Reply