মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কয়েকদিনের মধ্যেই নতুন ইউনিট থেকে অক্সিজেন পরিষেবা পাবে করোনা রোগীরা

Social

দেবু সিংহ ,মালদা: মালদা মেডিকেল কলেজ হাসপাতালে লিকুইড মেডিকেল অক্সিজেন ইউনিট ঘুরে দেখে গিয়েছিলেন মালদা জেলা শাসক রাজর্ষি মিত্র। পরিদর্শনের পর তিনি জানিয়েছিলেন, হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের সমস্যা মেটাতে আগামী কয়েকদিনের মধ্যে নতুন অক্সিজেন ইউনিট চালু হয়ে যাবে। করোনা ওয়ার্ডে অক্সিজেন সংযোগকারী পাইপ লাইনের কাজ শেষ হলেই পরিষেবা চালু হয়ে যাবে বলে জানীয়েছিলেন তিনি।

প্রসঙ্গত অক্সিজেনের ঘাটতি মেটাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে দুটি অক্সিজেনের এল এম ও ট্যাঙ্ক বসানো হয়েছে। কোভিড রোগীদের জন্য ট্রমা ইউনিট চত্বরে বসানো হয়েছে এল এম ও ট্যাংক। মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে লিকুইড অক্সিজেনের গাড়ি টাটা থেকে পৌঁছেছে মালদা মেডিকেল কলেজ চত্বরে।২৮ মে থেকে নতুন ইউনিটের অক্সিজেন পরিষেবা পাবে করোনা রোগীরা।

Leave a Reply