দেবু সিংহ,মালদা: মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের উদ্যোগে গতকাল ICCU এবং CCU অ্যাম্বুলেন্স পরিষেবা আনুষ্ঠানিক উদ্বোধন করা হল । এদিন রথবাড়ি এলাকায় সংগঠনের সভা কক্ষে এই মর্মে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্জলন এবং ফিতে কেটে এই অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। এদিন সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু, উত্তম বসাক সহ অন্যান্যরা। জানা গেছে উত্তর মালদা কেন্দ্রের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে এই এম্বুলেন্স প্রদান করা হয়েছে। এই বিষয়ে মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান, ৩৭ লক্ষ ৭৩ হাজার টাকা ব্যয়ে মাননীয় সাংসদ মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের হাতে ICCU এবং CCU একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স তুলে দিয়েছেন। মালদা জেলার ব্যবসায়ীদের সুবিধার্থে কাজে লাগবে এই আম্বুলান্স। অন্যদিকে এই বিষয়ে উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু জানান, মার্চেন্টের এক কর্মসূচিতে তিনি এবং দক্ষিণ মালদার সাংসদও উপস্থিত ছিলেন।সেখানেই মালদা চেম্বার অব কমার্সের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্সের কথা বলা হয়েছিল। সেই মতো বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের অর্থে অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটি গতকাল চেম্বার অব কমার্সের হাতে তুলে দেওয়া হল। মালদা সহ অন্যান্য জেলার ব্যবসায়ীদের ক্ষেত্রেও কাজে লাগবে অ্যাম্বুলেন্সটি।