শ্রমিক নেতা শ্যামল চক্রবর্তীর স্মরণে দু:‌স্থদের বস্ত্র বিতরণ

Social

দেবু সিংহ ,মালদা: মালদা জেলার ইংরেজবাজারের সিটু কাজিগ্রাম অঞ্চল কমিটির পক্ষ থেকে শুক্রবার প্রয়াত শ্রমিক নেতা শ্যামল চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত হয়ে গেল। পাশাপাশি শারদ উৎসবের প্রারম্ভে দু:‌স্থ মানুষদের বিস্ত্র বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন প্রায় ৪০০ জন দু:‌স্থের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। সিপিএম-‌এর জেলা নেতা কৌশিক মিশ্র বলেন,‘‌প্রয়াত শ্রমিক নেতা কমরেড শ্যামল চক্রবর্তীর স্মরণে এদিন দু:‌স্থদের বস্ত্র বিতরণ করা হয়। সেখানে অন্যান্য নেতারাও হাজির ছিলেন। প্রতি বছর এখানে সিটু-‌র পক্ষ থেকে দুর্গা পুজোর আগে বস্ত্র বিতরণ করা হয়। এবারেও করা হল।’‌

Leave a Reply