মলয় দে, নদীয়া:- ২০১৬ সালের ১লা জুন পথ চলা শুরু হয়েছিলো নদীয়ার যুগবার্তা পত্রিকার ৷ মাত্র চার বছরের মধ্যেই নদীয়ার যুগবার্তা পত্রিকা সংবাদ পরিবেশনে সম্পূর্ন অরাজনৈতিক অবস্থান নেওয়া, বিভিন্ন ধরেনর স্কুপ নিউজ পরিবেশন করা, রাজনৈতিক সংবাদ ব্যতিত সমাজের বিভিন্ন কোনের অবহেলিত ঘটনা তুলে ধরা, পরিবেশ আন্দোলন, মানবাধিকার আন্দোলন, নারী নির্যাতন বিরোধী আন্দোলন, সমাজকর্মীদের সামাজিক আন্দোলনকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা, “বরেণ্য মানব স্মরণ” বিভাগে স্থানীয় বিশিষ্ট মানুষের সংক্ষিপ্ত জীবন গাথা তুলে ধরার মধ্য দিয়ে অচিরেই জেলার প্রথম সারির পত্রিকায় উত্তীর্ন হয় “নদীয়ার যুগবার্তা” পত্রিকা ৷
তবে ভারত সরকারের আর এন আই বিভাগ “নদীয়ার যুগবার্তা”র বদলে “নদীয়ার পরশমণি” নামটিকে স্বীকৃতি দেওয়ায় বর্তমানে “নদীয়ার পরশমণি” নামেই প্রকাশিত হচ্ছে পত্রিকাটি ৷ বর্তমানে পত্রিকার পাশাপাশি ফেসবুক পেজ এবং ইউ টিউব চ্যানেল এবং নদীয়ার যুগবার্তা পরিবার নামে একটি সামাজিক সংস্থাও রয়েছে বলে সূত্র মারফৎ জানা গেছে ৷
“নদীয়ার পরশমণি পত্রিকার” সম্পাদক সঞ্জিত কাষ্ঠ জানান যে, আজ থেকে পাঁচ বছর আগে রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজী এবং ভারতীয় বিপ্লবীদের আদর্শে নতুন সমাজ গড়ার লক্ষে তাঁরা নতুন পত্রিকা প্রকাশ করেছিলেন ৷ আজ ষষ্ঠ বছরেও সেই ভাবনা নিয়েই আমরা এগিয়ে চলেছি ৷ অন্যান্য বছর নানান অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার কোভিড পরিস্থিতিতে সমস্ত অনুষ্ঠান বাতিল করে শান্তিপুরের ঁরাম প্রসাদ ভট্টাচার্য্য স্মৃতি প্রাথমিক বিদ্যালয় এবং সুচরিতা ড্যান্স একাডেমীর বেশ কিছু ছাত্র ছাত্রীদের খাতা, পেন এবং শুকনো খাবার প্রদান কর হয় ৷ এদিনের সহায়তা প্রদান অনষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী দেবাশীষ প্রামানিক প্রমুখ ৷