সোশ্যাল বার্তা :- সারা দেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ । করোনা আবহে বন্ধ রয়েছে বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন মেলায় জিনিসপত্র বিক্রি করে অনেক শিল্পী সংসার চালাতেন। রাজ্যের বিভিন্ন জেলার মেলায় টেরাকোটার কাজ করা জিনিসপত্র বিক্রি হতে দেখা যেতো এযাবৎকাল ।
করোনা আবহ পথে বসিয়েছে শিল্পীদের , অথচ তাদেরই শিল্পকর্ম স্থান পায় অট্টালিকায়। নদীয়া জেলার কৃষ্ণনগরের জাতীয় সড়কের ধারে শনিবার টেরাকোটার জিনিসপত্র বিক্রি করতে দেখা গেল কলকাতার দত্তপুকুরের বাসিন্দা অনুপ মন্ডলকে । তিনি জানান “প্রায় ৭মাস বাড়িতে বসে রয়েছেন । বাড়িতে বাবা-মা স্ত্রী ছেলে-মেয়ে সহ ৬জন সদস্য। সরকারের দেওয়া রেশন ও ধার দেনা করে চলছে তাই নিজের পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতেই রাস্তার ধারেই টেরাকোটার জিনিস রং করছেন ও বিক্রি করছেন ।
তবে তিনি গর্বিত এই পেশায়, এটুকু জানা ছিল বলেই তো পরিবারের সঙ্গে থাকতে না পারলেও দু’মুঠো অন্ন জোগাড় করতে অসুবিধা হচ্ছে না খুব একটা। শুধু নদীয়ার কৃষ্ণনগর নয়, এ দৃশ্য বতর্মানে চোখে পড়ছে জাতীয় সড়কের পাশে অনেক জায়গায়।