মলয় দে নদীয়া :-মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ২৫০০ কিলোমিটার দৌড় নদীয়ার শান্তিপুর ফুলিয়ার ২৫ বছর বয়সী মহিতোষ ঘোষের দেবেন গাছ লাগানোর সামাজিক বার্তা । মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হয়ে এত বড় স্বপ্ন দেখা সত্যিই অভাবনীয়। তবে তার প্রশিক্ষক এবং যেখানের প্রাকটিস করে সেই মাঠের সমস্ত সদস্য দের আর্থিক সহযোগিতা নিয়ে আজ রাম মন্দির হয়ে কাশ্মীরের উদ্দেশে পারি দিল মহিতোষ। দৌড়োতে যাওয়ার আগে মহিতোষ জানান,এম এ পাস করেছে, খুব কষ্টের মধ্যে।খুব ছোট বয়স থেকেই হাঁপানি(এজমা ) রোগে আক্রান্ত হয় মহিতোষ। তারপর থেকে মাঠে দৌড়ানো অভ্যাস শুরু করে। এরপর বিভিন্ন রকম ভাবে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা থেকেই তার রোজগার। আজকে নদীয়ার ফুলিয়ার নিজের বাড়ি থেকে বেরিয়ে ফুলিয়ার নিজের বিদ্যালয় অর্থাৎ শিক্ষানিকেতনের মাঠ থেকে কালনা, হয়ে বর্ধমান এর উপর দিয়ে ঝাড়খন্ড। বিহার,উত্তর প্রদেশ,দিল্লি হয়ে লক্ষ্যের গন্তব্য কাশ্মীর। প্রায় ৪৮ দিনের পথ চলার সাথে, তার সঙ্গে থাকে তিনটি সাইকেল এবং সহযোগী তিনজন।প্রয়োজনীয় জিনিসপত্র তারাই বহন করে। রাস্তাতে তাবু খাটিয়ে বিশ্রাম করা হয়। খাদ্য খাবার সাথে নিয়ে যাওয়া হয় বাগে করে।এত দূরের যে খরচ তার জন্য বহন করে তার মাঠের অতীত সরকার সহ তার শুভাকাঙ্ক্ষীরা। ভবিষ্যতে আরও বহু দূরের রাস্তা দৌড়ে অতিক্রম করে বাংলা তথা ভারতবর্ষের মুকুটে নতুন পালক যোগ করার।