নিউজ সোশ্যাল বার্তা , ৩১শে অক্টোবর ২০১৯,মলয় দে নদীয়া:- একাদশ শ্রেণির ছাত্রী অনুসূয়া দত্ত শান্তিপুর কাঁসারি পাড়ার বাসিন্দা। শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে সে।
তারই স্কুলের এক দিদিমণি , এক নিকট আত্মীয় সহ অনেকেই মাঝেমধ্যে চুল ছাড়া দেখতে পায় অনুসূয়া। জানতে পারে ক্যান্সারে আক্রান্ত রোগীদের কেমোথেরাপির পর উঠে যায় চুল, ব্যথিত হয় অনুসূয়া, ভাবনা শুরু করে কোনভাবে যদি সে চুল দিতে পারতো! হয়তোবা তারা আর স্বাভাবিক পাঁচজনের মতন খুশিতে থাকতে পারতেন। স্থানীয় আত্মীয়া মোহর দে বিশ্বাসের কাছ থেকে বিস্তারিত জেনে আজ সকাল দশটার সময় ছোট্ট থেকে পরম আদরে রাখা তার চুল থেকে 12 ইঞ্চি কেটে ফেলে নিমেষে। একটি সাদা খামে ভরে পাঠিয়ে দেয় মুম্বাইয়ের একটি সংস্থায়, তাদের মাধ্যমে পটচুল তৈরি হযে পৌঁছে যাবে কোন এক ক্যান্সারে আক্রান্ত রোগীর কাছে। এর আগেও শান্তিপুরের এক তরুণী এমনই এক উদ্যোগ গ্রহণ করেছিল ।