চলে গেলেন সিপিআই নেতা,পাঁচবারের সাংসদ গুরুদাস দাশগুপ্ত

Social

মলয় দে, নদীয়া:- বেশকিছুদিন থেকে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন,গতকাল নিউটাউনের একটি বেসরকারি নার্সিং হোম থেকে বিকালে বাড়ি ফেরেন তিনি। রাতে ঘুমের মধ্যেই মারা যান তিনি। ছাত্র আন্দোলনের যুব আন্দোলনের প্রবাদপ্রতীম নেতা ছিলেন গুরুদাস বাবু। পশ্চিমবঙ্গ যুব সংঘ পরিচালিত যুব অনুষ্ঠানের সূচনা হয় তার মাধ্যমে।

দক্ষ সংগঠক ১৯৩৬ সালের ৩রা নভেম্বর বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৫ সালে প্রথমবার রাজ্যসভায় সাংসদ হওয়ার পর লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট পাঁচবার সাংসদ হন তিনি। ২০০১ সালে দলীয় শ্রমিক সংগঠন এ আই টি ইউ সির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৯ সালে লোকসভায় দলের নেতা ছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সারা বাংলায়। রাজনৈতিক বিশ্লেষক, বিরোধী দলের প্রতিনিধি, দলীয় এবং বিভিন্ন শাখা সংগঠনের জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ব উপস্থিত হয় শেষকৃত্য সম্পাদনের উদ্দেশ্যে।