বিদ্যালয়ে পালিত হল রাষ্ট্রীয় একতা দিবস

Social

নিউজ সোশ্যাল বার্তা , ৩১ শে অক্টোবর ২০১৯:  মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় । ভারত সরকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ২০১৪ সালে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য ৩১শে অক্টোবর এই দিনটি রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালনের সূচনা করেন । লৌহমানবের প্রতিকৃতিতে মাল্যদান, পুস্পার্ঘ্য অর্পনের মাধ্যমে বিদ্যালয়ে অনুষ্ঠানের সূচনা হয় ।

এই উপলক্ষে জাতীয় সেবা প্রকল্পের পক্ষ থেকে বিদ্যালয়ে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করে । এছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয় । বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা শপথ গ্রহণের মাধ্যমে দিনটি উদযাপন করে । শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মৃগাঙ্ক মৌলি বিশ্বাস  মহাশয় । ইতিহাস শিক্ষক মিঠু লেট,
প্রোগ্রাম অফিসার অমিত কুমার মন্ডল সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকা বৃন্দ এই বিষয়ে উল্লেখযোগ্য বক্তব্য তুলে ধরেন ।