সোশ্যাল বার্তা : দেশলাই এর কাঠি দিয়ে তাজমহল বানিয়ে চমকে দিল কৃষ্ণনগরের সহেলী পাল । ২২ বছরের এই শিল্পী কৃষ্ণনগরের বিখ্যাত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পালের কন্যা । স্নাতকোত্তর স্তরে ইংরেজি নিয়ে পড়াশোনা করা নদীয়া জেলার কৃষ্ণনগরের সহেলী পাল লক ডাউনের সময় থেকেই গৃহবন্দী । ঠিক এই সময়েই নিজের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটানোর পরিকল্পনা করে ফেলেন । যেমন ভাবনা তেমন কাজ, শুরু করে দেন দেশলাই এর কাঠি দিয়ে পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল এর অবয়ব তৈরি।
প্রায় ৩ লক্ষ দেশলাই এর কাঠি ও আঠার মাধ্যমে প্রায় দুই মাস সময় নিয়ে ৪ফুট বাই ৬ফুটের তৈরি করেছেন তাজমহল এর অবয়ব । এতই সুন্দর হয়েছে এই কাজটি যে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড এর জন্য বলে জানালেন শিল্পী ।
পারিবারিক দিক দিয়ে মাটির কাজ তাদের ক্ষেত্রে প্রধান হলেও নতুন কিছু করার পরিকল্পনা তাই দেশলাই এর তৈরি তাজমহল । সহেলী পাল জানান, “মানসিকভাবে তাকে এই কাজ করতে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন তার পিতা-মাতা । তিনি খুব আনন্দিত। মাটির কাজ করতেও তাঁর খুব ভালো লাগে। সৃজনশীল কাজ করতেই তিনি ভালোবাসেন তাই এই উদ্যোগ ।
তাঁর পিতা সুবীর পাল জানান , তাঁদের পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত তবুও মৃৎশিল্পের পাশাপাশি তাঁর মেয়ে নতুন জিনিস তৈরি করেছেন। মেয়ের এই প্রতিভা দেখে তিনি খুব খুশি ।