সোশ্যাল বার্তা: একদিকে কারোনা প্রবাহে সারা দেশ জুড়ে চলছে লক ডাউন । পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক মানুষই তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন অন্যদিকে গত বুধবারের আমফান ঝড় জনজীবন বিপর্যস্ত করে ফেলেছে। কিন্তু কি হবে দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষের ?
এই সমস্ত প্রান্তিক মানুষের সহযোগিতায় নদীয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার ৮নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শিশির কর্মকারের উদ্যোগে কৃষ্ণনগর শহরের কলতলা অনন্যা ক্লাব প্রাঙ্গণে আজ শুক্রবার সকালে বসেছিলো বিনামূল্যে বাজার। বিভিন্ন রকম কাঁচা সবজি থেকে শুরুকরে, বিভিন্ন প্রকার মুদি দ্রব্য – ডাল, তেল , সোয়াবিন, ডিম সহ বিভিন্ন সামগ্রী আলাদা আলাদা টেবিলে রাখা ছিলো। কর্মহীন প্রান্তিক মানুষদের গতকাল রাতেই স্লিপ বিতরনের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছিল এই বাজারে। নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখেই, হাত সানিটাইজ করে প্রয়োজনমতো সপ্তাহের বাজার সংগ্রহ করল ১২০০ জন প্রান্তিক মানুষ ।
সমস্ত বিষয়টি তদারকি করেন কৃষ্ণনগর পৌরসভার ৮ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আয়োজক শিশির কর্মকার । ত্রাণ প্রাপক একজন বলেন “শুধু আজ নয় সারা বছরই অাপদে বিপদে পাশে থাকেন অামাদের শিশির কাকু ওনার কথা সারা জীবন মনে থাকবে । ”
এ প্রসঙ্গে শিশির কর্মকার বলেন ” একদিকে করোনা অন্যদিকে আমফানের ফলে মানুষ পুরোপুরি ক্ষতিগ্রস্ত । অামাদের সবার উদ্যোগে প্রান্তিক মানুষের এই সাহায্য চলছে । সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব ও কর্তব্য । আগামীতেও সাধারণ মানুষের কোন অসুবিধা হবেনা ।”
এই মহৎ কাজে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শিবনাথ চৌধুরী মহাশয় ও এলাকার বিভিন্ন গুনীজন । প্রাক্তন কাউন্সিলরের এই উদ্যোগে খুশি স্থানীয় জনসাধারণ ।