মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের সরদার পাড়ার বাসিন্দা মিঠুন দেবনাথ শুক্রবার সকাল দশটার পর থেকে নিখোঁজ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন অশান্তি নয়, ইদানিং তার মাথার সমস্যা ছিলো সামান্য। সেই অনুযায়ী চিকিৎসক চলছিলো। সাদা গেঞ্জি এবং ব্লু রংয়ের ফুল প্যান্ট পড়ে সাইকেল নিয়ে বাড়ি থেকে রওনা দেয় সে এর পর থেকে শান্তিপুর জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা আত্মীয়-স্বজনের বাড়িতে ফোন করেও হদিস মেলেনি তার। ২৪ ঘন্টা পর হওয়ার পর গতকাল শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করতে আসে পরিবার।
সংবাদ মাধ্যমের কাছে কান্নায় ভেঙে পড়ে পরিবারের পক্ষ থেকে তার দিদি বলেন, সোশ্যাল মিডিয়াই একমাত্র ফেরাতে পারে তার ভাইকে। স্ত্রী বলেন, মা-বাবা দিদি এবং একমাত্র ছোটো কন্যা স্বামীর উপার্জনের উপরেই নির্ভরশীল। পাওয়ার লুমে কাজ করতো সে, উপার্জন বন্ধ হওয়া অন্যদিকে স্বামীর নিরুদ্দেশ পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন কান্নায়।