মলয় দে, নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুরের বিভিন্ন প্রান্তের প্রায় ৪৫ জন বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী মানুষজদেরকে একটি করে ট্রাই সাইকেল ও হুইলচেয়ার দেওয়ার অভিনব উদ্যোগ গ্রহণ করল শান্তিপুরের সামাজিক সংগঠন প্রতিবন্ধন।
রবিবার শান্তিপুর বঙ্গীয় পুরান পরিষদ ভবনে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়, উপস্থিত ছিলেন বিডিও সুমন দেবনাথ, ওসি সুমন দাস, সহ শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও কর্মকর্তারা। এ বিষয়ে প্রতিবন্ধন সাংগঠনের সভাপতি সুজন দত্ত জানান, ঐক্যবদ্ধ হওয়ার আগে শান্তিপুরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা ঘরের বাইরে বেরোনোর সুযোগ পেতেন না। এমনকি সরকারি বিধিব্যবস্থা ও তাদের জানা ছিল না! এখন ভাতা, লোন, স্বনির্ভরতা, চাকরি, গান-বাজনা নাটক আবৃতি সবটাই তাদের হাতের মুঠোয় সংগঠন তৈরি হওয়ার কারণে। বিভিন্ন উৎসবে মূলস্রোতে সকলের সঙ্গে থাকতে পেরে মানসিক দিক থেকেও হীনমন্যতায় ভোগেন না এখন! আগে শান্তিপুরে হাতেগোনা ৫০ থেকে ৬০ জন বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধন মানুষদের ট্রাইসাইকেল বা হুইল চেয়ার ছিল, এখন প্রাই ২৮৫ জন বিশেষভাবে সক্ষম মানুষদের কাছে রয়েছে ট্রাইসাইকেল ও হুইল চেয়ার।তারা বিভিন্ন পেশায় সাবলীল হয়েছেন অনেকটাই। সোশ্যাল মিডিয়ার দৌলতে দেশে-বিদেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে, আলোচনার মাধ্যমে শিখেছি অনেক কিছু। যেতে চাই আগামীতে অনেক দূরে। আজকের এই হুইলচেয়ার ট্রাইসাইকেল গুলি নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির গৌড় দাসের যোগাযোগে ব্যবস্থা করেছি। এর আগেও মোটিভেশন নামক একটি আন্তর্জাতিক সংস্থা আমাদের বেশকিছু গাড়ি দিয়েছিলেন, আগামীতে হুইলচেয়ার, শ্রবণযন্ত্র, অন্ধ ব্যক্তির জন্য ইলেকট্রনিক লাঠির অভাব আগামীতে হতে দেব না এটাই আমাদের প্রতিজ্ঞা।