নিউজ সোশ্যাল বার্তা , ৩০ই অক্টোবর ২০১৯: রানাঘাটের ষষ্ঠীতলা পাড়ার সকলের প্রিয় অমিত সান্যাল আকস্মিক সেরিব্রাল এট্যাকে গতবছর আজকের দিনে অকাল মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুদিনটি স্মরণে রেখে সান্যাল পরিবার ও রানাঘাট ক্রিকেট আন্ড আ্যথলেটিক ক্লাব যৌথ ভাবে আয়োজন করে বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও রক্তদান উৎসব। কলকাতার পিয়ারলেস হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রায় ২০০ লোকের ব্লাড প্রেসার, চক্ষু পরীক্ষা, গ্লকমা পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা আয়োজিত হলো।
এই মহতী উদ্যোগে রানাঘাট পৌরসভার প্রাক্তন কাউন্সিলার শেখর মুহুরী সহ ৩৫জন রক্তদান করেন। রানাঘাট এলাকার ১০০ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয়।
সান্যাল পরিবারের সদস্য শঙ্কর সান্যাল জানান, ” গতবছর সবরকম চেষ্টার পরেও আমরা ভাইকে বাঁচিয়ে তুলতে পারিনি, তাই আজ ভাইয়ের মৃত্যুদিনে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। এছাড়াও রক্তদান শিবির চলছে। ”
FACEBOOK PAGE: News Social Barta 24×7