শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের উদ্যোগে মহিলা ভলিবল প্রতিযোগিতা ও ক্রীড়াপ্রেমী ক্লাবগুলোকে খেলার সরঞ্জাম বিতরন

Social

নিউজ সোশ্যাল বার্তা, ৩০ই অক্টোবর ২০১৯, মলয় দে, নদীয়া:-নদীয়া জেলার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের উদ্যোগে আজ মহিলা ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শান্তিপুর পাবলিক লাইব্রেরী মাঠে।

নদীয়া জেলার বাইরে থেকেও অনেক দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মগরা ,নৈহাটি, এবং শান্তিপুরের শান্তি স্মৃতি সংঘ ও প্রীতি ক্লাব। দুটো সেমিফাইনাল এবং একটি ফাইনাল এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়।চ্যাম্পিয়ন এবং রানার্স আপ টিমকে ট্রফি এবং আর্থিক পুরস্কার প্রদান করা হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অফ দ্যা সিরিজ দুটি ট্রফি প্রদান করা হয়।

দশটি ক্রিকেট ক্লাব, বারোটি ফুটবল ক্লাব, ছটি ভলিবল ক্লাব কে ক্রীড়াসামগ্রী এবং জার্সি প্রদান করা হয়।
এর আগে শান্তিপুরে আটটি ফুটবল দলকে নিয়ে ওয়ানডে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। তার বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার এবং আর্থিক সহায়তা করা হয় এবং প্রতিটি খেলার ম্যান অফ দ্যা ম্যাচ কে ট্রফি প্রদান করা হয়।

বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বলেন “ইন্টারনেটের দুনিয়ায় বর্তমানে যুব সম্প্রদায় খেলাধুলায় আরো অংশগ্রহণ করানোর উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন। বিশেষত মহিলাদের ভলিখেলায় অংশগ্রহণে অন্যান্য মহিলারা অনুপ্রেরণা লাভ করবে”। বিধায়কের এই উদ্যোগকে স্থানীয় লোকজন সাধুবাদ জানিয়েছেন ।