পুলিশের উদ্যোগে করোনা সচেনতা ও সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার

Social

রমিত সরকার ,নদীয়া : নদীয়া জেলার কৃষ্ণনগরে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সমাজের প্রতি দায়বদ্ধতার জন্য গতকাল সদর ট্রাফিক গার্ডের উদ্যোগে এক বর্ণাঢ্য  বাইক র‍্যালি সহ সদর হাসপাতালের মোড়ে এক পথ নাটিকা অনুষ্ঠিত হয়। তাদের অনুষ্ঠানের মুল বিষয় ছিল সেফ ড্রাইভ সেভ লাইফ ও করোনা সম্পর্কিত  সচেতনতার বার্তা ।

গতকাল সকালে কৃষ্ণনগর জেলা পুলিশের অন্তর্গত সদর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে “সেফ ড্রাইভ সেভ লাইফ” এবং করোনা সম্পর্কিত একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের শুভারম্ভে একটি বাইক র‌্য‌লির আয়োজন করা হয় যার মধ্যে দিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ এবংকরোনা সচেতনতা সম্পর্কে সাধারন মানুষকে অবগত করেন। যার ফল স্বরুপ সাধারন মানুষের মধ্যে এক সেফ ড্রাইভ সেভ লাইফ এবং করোনা সচেতনতার বীজবপন করা যাবে বলে আশাবাদী । এই ভাবেই নানা বিধ কর্মসূচী মাধ্যমে কৃষ্ণনগর জেলা পুলিশ প্রশাসন সদা কর্মরত। উক্ত অনুষ্ঠানে মাস্ক ব্যবহার করোনা থেকে বাঁচার বিভিন্ন করনীয় কর্তব্য কে ফুটিয়ে তুলেছিলেন তাদের পথ নাটিকায়।

সমাজিক সচেতনতামুলক অনুষ্ঠানে “সেফ ড্রাইভ সেভ লাইফ” এবং করোনা সচেতনতা যেন এক মালার মতন বন্ধনে আবদ্ধ করে অনুষ্ঠানটি পরিবেশিত হয় । এছাড়াও লিফলেট বিলি করা হয় । উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ ।

Leave a Reply