প্রাক্তন প্রধান শিক্ষক মিহির খাঁ’র রচনা সংকলন প্রকাশ করল শান্তিপুর মরমী ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা 

Social

মলয় দে নদীয়া:- পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শান্তিপুর চাকফেরা বাড়ির নাট মঞ্চ থেকে আনুষ্ঠানিক শান্তিপুরের সমাজসেবামূলক সংস্থা ‘ শান্তিপুর মরমী ‘ কর্তৃক গতকাল প্রকাশিত হলো। শান্তিপুরের প্রয়াত প্রাক্তন পৌরপিতা , সমাজসেবক , শান্তিপুর গবেষক, শিক্ষানুরাগী এবং শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক মিহির খাঁ মহাশয়ের রচনা সংকলন ।

উক্ত অনুষ্ঠানে শান্তিপুরের বর্তমান পৌর প্রশাসক অজয় দে সহ উপস্থিত ছিলেন শহরের বেশ কিছু গুণী মানুষজন । উক্ত অনুষ্ঠানে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় নদিয়া জেলা এবং শান্তিপুরের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় সম্মানজনক স্থানাধিকারীদরদের। যার মধ্যে ৪৯৬ নাম্বার প্রাপ্ত কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের সোহম পালকে , সোহম পালকে মরমীর পক্ষ থেকে ‘মিহির খাঁ স্মৃতি পদক ‘ পুরস্কার দেওয়া হয় । লক্ষ্মীকান্ত মৈত্র স্মৃতি পদক পুরস্কার তুলে দেওয়া হয় শান্তিপুরের মধ্যে স্থনাধিকারি ফুলিয়া বালিকা বিদ্যালয়ের সুস্মিতা বসাকের হাতে , তার উচ্চমাধ্যমি কে প্রাপ্ত নাম্বার ৪৮৭ ; অন্যদিকে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় থেকে শান্তিপুরের মধ্যে মাধ্যমিকে প্রথম স্থানাধিকারি ৬৭৩ নাম্বার প্রাপ্ত পত্রক ব্যানার্জীর হাতেও তুলে দেওয়া হয় ‘ কালী কৃষ্ণ ভট্টাচার্য্য ‘ স্মৃতি পুরস্কার ।
৪৬৪ পৃষ্ঠার এই বইটির মূল্য মাত্র ২০০ টাকা এবং বইটি পাওয়া যাচ্ছে শান্তিপুর গোভাগার মোড় নিকটস্থ শান্তিপুর মরমীর অফিসে এবং শান্তিপুর পাবলিক লাইব্রেরির সন্মুখে অবস্থিত শান্তিপুর জেরক্স নামক দোকানটিতে ।

প্রয়াত মিহির খাঁ মহাশয়ের এই রচনাবলীর মধ্যেই লুকিয়ে রয়েছে শান্তিপুরের প্রাচীন ইতিহাস সহ বহু জ্ঞানী গুণী মানুষের অজানা ইতিহাস । শান্তিপুর সম্পর্কে গবেষণা করতে গেলে বইটি প্রত্যেকের কাছেই পাথেয় হওয়াই স্বাভাবিক ব্যাপার —- ঠিক এমনটাই মতামত পোষণ করেন মরমীর কর্ণধার শ্রী তপন মজুমদার মহাশয় ।
তবে শান্তিপুর মরোমীর পক্ষ থেকে প্রয়াত শিক্ষাবিদ মিহির খাঁ’ র গবেষণামূলক সম্পাদনগুলি প্রকাশনা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ এবং এই কাজের দ্বারা শান্তিপুরের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা আরও অনুপ্রাণিত হবে বলেই মনে করছেন শহরের বিশিষ্ট জন থেকে শুরু করে অনেকেই ।

Leave a Reply